কেন টি-২০ ফর্ম‍্যাটে নেই রোহিত-বিরাট? মুখ খুললেন স্বয়ং ভারত অধিনায়ক নিজে

0
2

এই মুহূর্তে ওয়স্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজ, একদিনের সিরিজের জয় পেলেও, পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম‍্যাচের হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে কার্যত চাপে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার দল। টেস্ট, একদিনের ম‍্যাচ খেললেও ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দেখা যায় না রোহিত শর্মা-বিরাট কোহলিদের। রোহিতের অনুপস্থিততে টি-২০ ফর্ম‍্যাটে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে পুরো প্রতিযোগিতায় খেললেও দেশের হয়ে টি-২০ ম্যাচ থাকলেই তাঁরা সরে দাঁড়াচ্ছেন। কেন সরে দাঁড়াচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার এই নিয়ে মুখ খুললেন রোহিত।

এই নিয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন,” অতীতেও আমরা এনিয়ে কথা বলেছি। যেহেতু এই বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, তাই আমাদের মতো সিনিয়র ক্রিকেটারদের পক্ষে সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব নয়। যদি আপনারা সূচি খুঁটিয়ে দেখেন তা হলে দেখবেন, পর পর ম্যাচ রয়েছে। তাই কিছু কিছু ক্রিকেটারের ওয়ার্কলোড নিয়ে আমরা বিশেষ ভাবে চিন্তিত। বিশ্বকাপের আগে যাতে তারা বিরতি পায় এবং নিজেদের পরিশ্রমের মধ্যে একটা ভারসাম্য রাখতে পারে, তাই জন্যেই সব ফর্ম‍্যাটে খেলানো হয় না। সেই তালিকায় আমিও রয়েছি।”

আরও পড়ুন:ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় মোহনবাগানের, পাঞ্জাবকে হারাল ২-০ গোলে