সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল ইডি । এর আগেও ওই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। তাই জোকা ইএসআই-তেই মেডিক্যাল বোর্ড গঠন করতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
চিকিৎসকেরা জানিয়েছেন, সুজয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর হার্টের অপারেশনের প্রয়োজন। যদিও এর আগে আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে অপারেশন করতে আগ্রহী নন তিনি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আবেদন করতে নির্দেশ দিয়েছে আদালত।সেই নির্দেশ মেনেই জোকাতে মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইডি কর্তারা।
দুদিন আগেই এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণর সব মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করেছে ইডি।






































































































































