বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার বাংলাজুড়ে ধর্না কর্মসূচি তৃণমূলের। রাজ্যের প্রতিটি ব্লকে হবে এই কর্মসূচি পালন হবে বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত। এই ধর্নার কথা কয়েকদিন আগেই নবান্ন থেকে জানিয়ে ছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা-সহ শহরতলির প্রতিটি ওয়ার্ডে হবে ধর্না-বিক্ষোভ, মিটিং-মিছিল।

বাংলায় বিধানসভা থেকে শুরু করে পর পর নির্বাচনে ভরাডুবির পরে রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। তাঁরা দিল্লি গিয়ে দরবারের ফলেই ১০০দিনের কাজ, বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। আর এই বৈষম্যমূলক আচরণ শুধুমাত্র বাংলার সঙ্গেই করছে কেন্দ্র। অথচ রাজ্য সরকারের বিভিন্ন কাজের নিরিখে বাংলাকে সেরার সেরা পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

২ অক্টোবর থেকে দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ও রাজ্যের বকেয়া আদায়ে টানা ধর্না কর্মসূচি করতে চলেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই এই প্রতিবাদে শামিল হবেন। নেতৃত্ব দেবেন। ধরনায় বসবেন। নবজোয়ার কর্মসূচিতে বাংলার প্রতিটি কোণায় গিয়ে বিজেপি বঞ্চনার বিরুদ্ধে জানিয়ে ছিলেন অভিষেক। কেন্দ্রের এজেন্সির রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল সুপ্রিমো।

শুধুমাত্র বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধে ইডি, সিবিআইকে লাগিয়ে দেওয়া হচ্ছে। নেতা-নেত্রীদের সম্মান হানি করা হচ্ছে। সেইসঙ্গে চলছে মিডিয়া ট্রায়াল। সবমিলিয়ে বিজেপি এমন একটা দমবন্ধকর পরিস্থিতি দেশে তৈরি করেছে যেখানে সুস্থ রাজনীতিরও জায়গা নেই। কেউ প্রতিবাদ করলে তাঁর বাড়িতে এজেন্সি ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যেই। এসবের বিরুদ্ধেই ধর্না-প্রতিবাদ তৃণমূলের।
আরও পড়ুন- ফের মধ্য প্রদেশ! আদিবাসী যুবককে গু.লি বিজেপির বিধায়ক পুত্রের




































































































































