মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের (TMC) রঙিন নেতা। বর্ণময় চরিত্র। জনপ্রনিধি হয়ে মানুষের কাজ করার জন্য অত্যন্ত জনপ্রিয়। আবার বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। চোখা চোখা বাক্যবানে যেমন বিরোধীদের জবাব দেন, ঠিক একইভাবে বাপি বাড়ি যা স্টাইলে সমস্ত বিতর্ককে বাউন্ডারির বাইরে ফেলেন। রঙিন রোদ চশমা আর জমকালো ধুতি-পাঞ্জাবিতে যেমন র্যাম্পে হাঁটেন, তেমনই স্বরচিত গানের সিডি বের করেন। এহেন মদন মিত্র এবার তিনি পা রাখলেন টলিউডে (Tollywood)।

গোটা দেশের মতো এ রাজ্যেও অভিনেতা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের টিকিট পেয়ে নেতা হওয়ার রেওয়াজ। তাঁদের মাঝে মদন মিত্র কিন্তু ব্যতিক্রমী। কামারহাটির তৃণমূল বিধায়ক নেতা থেকে অভিনেতা হলেন। হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে এবার তিনি জমিয়ে অভিনয় করেছেন।
হরনাথ চক্রবর্তীর নতুন ছবি “ওহ লাভলি”! এই ছবি মুলত মদন মিত্রের কথা ভেবেই তৈরি। আজ, বৃহস্পতিবার ছিল সেই ছবির মিউজিক লঞ্চ। নিজস্ব স্টাইলেই মিউজিক লঞ্চে অভিনবত্ব রেখেছেন মদন মিত্র। এদিন মদন মিত্র জানালেন, নেতারা আসলে সবাই খুব বড় মাপের অভিনেতা। তাই অভিনেতা থেকে নেতা হয়ে ওঠার থেকে অনেক সহ নেতা থেকে অভিনেতা হওয়া।


সাধারণত কোনও ছবির ব্যানার বা মিউজিক লঞ্চ হয় নামী-দামিহোটেলে। মদন মিত্র সেখানেও ব্যতিক্রম। মুলত তাঁর ইচ্ছাতেই, শহরের অন্যতম জনবহুল শিয়ালদহ স্টেশনে কুলিদের সঙ্গে নিয়ে ও লাভলি গানের সঙ্গে নেচে এই লঞ্চিং অনুষ্ঠান করে মদন মিত্র বুঝিয়ে দিলেন, তিনি আগে জননেতা, তারপর অভিনেতা। ওহ লাভলি!!!












































































































































