থামছে না হিং.সা! ফের অ.শান্ত মণিপুর, বি.ক্ষোভকারী-নিরাপত্তা বাহিনীর সং.ঘর্ষে বাড়ছে আ.হতের সংখ্যা

0
4

ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। হিংসা তিন মাস পেরলেও থামার কোনও লক্ষণই নেই। পরিবর্তে বৃহস্পতিবার নতুন করে হিংসার ঘটনা ঘটেছে। তবে তা দুই সম্প্রদায়ের মধ্যে নয়। অসম পুলিশের (Assam Police) সঙ্গে মেইতেই সম্প্রদায়ের মহিলাদের তুমুল সংঘর্ষে ফের অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। সংঘর্ষের জেরে দু’পক্ষেরই কমপক্ষে ১৭ আহত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার সকাল থেকেই বিষ্ণুপুর (Bishnupur) জেলায় উত্তেজনা ছিল। পরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেইতেই গোষ্ঠীর মহিলারা।

এদিন মেইতেই মহিলাদের একটি গোষ্ঠী ব্যারিকেড টপকাতে গেলে তাঁদের বাধা দেয় অসম রাইফেলস (Assam Riffles) এবং র‍্যাফ (Raff)। পরে বাধা পেয়ে পাল্টা ইট ছুড়তে শুরু করেন মহিলারা। শুরু হয়ে যায় সংঘর্ষ। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একই জেলার কাংভাই এবং ফউগাকচাও-এ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় মণিপুর পুলিশ (Manipur Police)। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ওই এলাকায় ফের কার্ফু জারি করেছে। এ দিকে সংঘর্ষের ঘটনার পরেই পূর্ব এবং পশ্চিম ইম্ফলে নতুন করে জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত বিষ্ণুপুর জেলা। সাত সকালেই বহু মানুষ পথে বেরিয়ে নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ির অভিযোগে প্রতিবাদ জানাতে শুরু করেন। তা সামলাতে গিয়েই সংঘর্ষের ঘটনা।

কুকি ও মেইতেইদের সংঘর্ষে মে মাস থেকেই উত্তাল মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।