মণিপুরের(Manipur ) পাশাপাশি হিংসায় উত্তাল আর এক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা(Haryana)। এখানে পরিস্থিতির মাঝে বিশ্ব হিন্দু পরিষদ(VHP) ও বজরং দলের(Bajrang Dal) মিছিলকে নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে(Supreme Court)। সেই মামলায় শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত। আদালতের তরফে জানানো হয়েছে ঘৃণাভাষণ ও হিংসা বাদ দিয়ে মিছিল বের করতে হবে। এছাড়াও গোটা মিছিলের ভিডিও রেকর্ডিং করতে হবে। একই সঙ্গে এই মিছিল নিয়ে উত্তর প্রদেশ, হরিয়ানা ও দিল্লির সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার সকালেই সুপ্রিম কোর্টে দুই দলের মিছিলের বিরোধিতা করে মামলা দায়ের হয়। তা সত্ত্বেও দিল্লি একাধিক এলাকায় মিছিল বের করেছে দুই দলের সদস্যরা। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালতে দ্রুত শুনানির দাবি জানান আইনজীবীরা। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতিরা জানিয়ে দেন, হিংসা-ঘৃণাভাষণ বাদ দিয়ে মিছিল করতে হবে। প্রয়োজন পড়লে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। তাছাড়াও মিছিলের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেখানে যা কিছু দৃশ্য ধরা পড়েছে সেগুলি সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে সাম্প্রদায়িক হিংসার কারণে তিন রাজ্যের সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।