বুধেও কলকাতা-সহ দক্ষিণের ১৪টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
4

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ।সেটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাংলাদেশ হয়ে স্থলভাগে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপর সরে আসবে শক্তিশালী নিম্নচাপ। এর প্রভাবে তুমুল ঝড়বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টি-ব.জ্রপাত, মৃ.ত্যু ৫ জনের 

হাওয়া অফিস জানিয়েছে,উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। অতিবৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলর নীচু এলাকায় জল জমে যাবে। এর জেরে যানজট তৈরি হতে পারে। ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের সব জেলাতেই বৃহস্পতি শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।