উত্তরবঙ্গের বন্যা নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে দরবার করুক। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিক দলমত নির্বিশেষে বিরোধী বিধায়কদের কাছে এই আবেদন জানান।
ভুটান থেকে আসা জলের কারণেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। এই সমস্যা ঠেকাতে কেন্দ্রের কাছে রাজ্য থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যাক। আজ, মঙ্গলবার বিধানসভায় সেই প্রস্তাব রাখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
তিনি জানিয়েছেন, ভুটান থেকে আসা জলের কারণেই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়। এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। এই ইস্যুতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে গিয়ে দরবার করতে পারে। তাই আসুন সকলে মিলে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানাই।
এর আগে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে বিরোধীরা যায়নি। এই বিষয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন সেচমন্ত্রী।






































































































































