রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরের মতোই এবছরও স্বাধীনতা দিবসে বাংলার পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৬ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবারও ১৫ আগস্ট এই পদক পুলিশ কর্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
এ বছর মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে রাজ্যের ৬ জন আইপিএস অফিসারকে। দুটি নাম দিয়ে দু’টি বিভাগে ভাগ করা হয়েছে এই পদককে। এই পদক দু’টির নাম দেওয়া হয়েছে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’।

‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হবে এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব। এছাড়াও ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পাবেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।

এ বছরও স্বাধীনতা দিবস উদযাপনে দেড় ঘণ্টার বর্ণাঢ্য হবে। নবান্ন সূত্রে খবর, স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়ারা হাঁটবে, থাকবে বাংলার দুর্গা পুজো। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলি নিয়ে ১২টি ট্যাবলো থাকবে।
আরও পড়ুন- অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে






































































































































