টি-২০ ফর্ম্যাটে নিজেকে মেলে ধরলেও, একদিনের ক্রিকেটে এখনও ব্যর্থ সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুই ম্যাচে করেছেন ১৯ এবং ২৪ রান। একদিনের ক্রিকটে মিডল অর্ডারকে ভরসা দিতে ব্যর্থ SKY। যদিও সূর্যকুমারের ওপর ভরসা রাখছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড়ের মতে, একদিনের ক্রিকেট কম খেলার জন্যই সমস্যা হচ্ছে সূর্যর।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” একদিনের ক্রিকেটে সূর্য এখনও শিখছে। ভারতীয় দলে অভিষেকের আগে আইপিএলের দৌলতে সূর্য অনেক টি-২০ ক্রিকেট খেলেছে। কিন্তু একদিনের ক্রিকেটে সেই অভিজ্ঞতা ও পায়নি। কারণ, আইপিএল তো আর ৫০ ওভারের হয় না। সূর্য খুব ভাল ক্রিকেটার, এতে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি-২০ এবং ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়েছে সূর্য। তবে এটা ওকে স্বীকার করতে হবেই যে একদিনের ক্রিকেটে নিজের মান অনুযায়ী খেলতে পারছে না সূর্য। টি-২০ ওর যে জায়গা সেটা একদিনের ক্রিকেটে নেই।”
দ্রাবিড়ের মতে যত বেশি একদিনের ম্যাচ খেলবেন সূর্যকুমার, ততই নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারবেন সূর্য। আর এতেই বোঝা যাচ্ছে, সূর্যকে সুযোগ দিতে চান দ্রাবিড়। দ্রাবিড়ের কথায়,” সূর্য যথেষ্ট প্রতিভাবান। তাই ওকে যতটা সম্ভব সুযোগ দিতে চাইছি। এবারে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে সেটা সূর্যের উপরেই নির্ভর করছে।”
আরও পড়ুন:জমজমাট হতে চলেছে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

















































































































































