আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুতেই কাটছে না। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস বলছে এদিন দিনভরই রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। মৌসম ভবন (IMD) বলছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসছে দক্ষিণবঙ্গের কাছাকাছি। ফলে, বৃষ্টির (Rain) দাপট বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রবি ও সোমেও।

IMD জানিয়েছে মৌসুমী অক্ষরেখাটি দিল্লি থেকে বালাসোরের দিকে সরছে। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে মৌসম ভবন সূত্রে খবর। উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।











































































































































