হকার জোনকে (Hawker Zone) সামনে রেখে গড়িয়াহাটকে কলকাতার মডেল করতে চাইছে কলকাতা পুরসভা (KMC)। হকার জোনের স্টলের পিছনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এর ফলে এক সঙ্গে দু’দিকই রক্ষা হবে। একদিকে ওই জায়গাগুলিতে বিজ্ঞাপন দেওয়ার ফলে পুরসভার যেমন আয় বাড়বে, এর পাশাপাশি রাস্তার দিক থেকে স্টলগুলির সৌন্দর্য্য বাড়বে।
খুব শিগগিরই সেই বিজ্ঞাপনের ব্যবস্থা করতে টেন্ডার ডাকতে চলেছে কেএমসি। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন পুরসভার মেয়র পরিষদ। এছাড়াও হকার জোনের দোকানগুলি যাতে কোনও ভাবে রাস্তার দিকে মুখ করে কোনও পণ্য বিক্রি করতে না পারে, তা রুখতে অনেকটাই সহায়ক হবে স্টলের পিছনে সারিবদ্ধভাবে লাগানো এই বিজ্ঞাপনের হোর্ডিংগুলি, এমনই মনে করছেন পুরকর্তারা।
আরও পড়ুন- দেশের ঐতিহ্য সংরক্ষণে দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর!







































































































































