জলযন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না মুম্বই। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার পর্যন্তে একটানা বৃষ্টি চলবে। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে স্কুল কলেজ।অতি বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে ইতিমধ্যেই ঠাণেতে মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুনঃক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় ভারত অধিনায়ক

শুক্রবারও মুম্বইতে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সে কারণে শহরে সব স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে বৃহন্মুম্বই পুরসভা। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা। পালঘর, ঠাণেতেও ভারী বৃষ্টির কারণে বন্ধ থাকবে স্কুল। মহারাষ্ট্রের কোলাপুরে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বইছে পঞ্চগঙ্গা নদী। নদী সংলগ্ন ছ’টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

বৃহস্পতিবার ঠাণে জেলার কালওয়াতে একটি খালে মাছ ধরতে গিয়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। তাঁর বয়স ৩২ বছর। এখনও তাঁর খোঁজ মেলেনি। ক্রমাগত বৃষ্টির কারণে ঠাণের ভিওয়ান্ডি এবং মীর ভায়ান্দর এলাকা জলমগ্ন। ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।















































































































































