কল্পবিজ্ঞানের কাহিনীকে (science fiction story) সত্যি করে এবার এলিয়নদের (Aliens) অস্তিত্ব নিয়ে জবাব দিলেন প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক (former US intelligence officer)। বহু বছর ধরে মানুষের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছিল, পৃথিবী জানতে চেয়েছিল অন্য কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা। হলিউড সিনেমায় বারবার যে UFO তত্ত্বকে তুলে ধরা হয় বাস্তবে সেরকম কোন কিছুর সাক্ষী হয়েছে কি আমেরিকা (America)? সম্প্রতি আমেরিকার এক প্রাক্তন সরকারি গোয়েন্দা দফতরের আধিকারিকের এক মন্তব্যে বিষয়টি আবার শিরোনামে উঠে এসেছে। কারণ ডেভিড গ্রাস (David Grusch)গ্রামের ওই আধিকারিক দাবি করেছেন যে ভিনগ্রহীদের দেহ ও ইউএফও (UFO) লুকিয়ে রাখা হয়েছে মার্কিন সরকারের গোপন ঘাঁটিতে।


আকাশের বুকে এমন কিছু অবজেক্ট দেখা যায় যাদেরকে সনাক্ত করা সম্ভব হয় না। অর্থাৎ সেই সব কোথা থেকে আসে বা কোথায় হারিয়ে যায় তা অনুসন্ধানে এখনও পর্যন্ত কোনও দেশই স্পষ্ট করে বিবৃতি দেয়নি। তাদের UFO দেওয়া হয় এবং মনে করা হয় ভিনগ্রহ থেকে বিভিন্ন প্রাণীরা মাঝে মাঝেই পৃথিবীর বুকে চলে আসেন তদারকির জন্য। কিন্তু ব্যাপারটা অনেকটা সিনেমার গল্পের মত লাগছে না? মার্কিন বায়ুসেনার প্রাক্তন গোয়েন্দা আধিকারিক ডেভিড ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির সামনে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য তুলে ধরে দাবি করেছেন, মার্কিন প্রশাসন এলিয়েন ও ইউএফও সংক্রান্ত এই সব তথ্য গোপন রেখেছে। তাঁর কোথা থেকে অন্তত এইটুকু পরিষ্কার যে ভিনগ্রহীদের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন মার্কিন গোয়েন্দা। তাহলে কি গোটা বিশ্বের কাছ থেকে আমেরিকা এই ভিনগ্রহীদের লুকিয়ে রাখতে চাইছে? কেন এই আড়াল? গ্রাসের দাবি, এই সংক্রান্ত নথিতে ‘ইউএফও’ শব্দবন্ধকে সরিয়ে ‘ইউএপি’ তথা ‘আনএক্সপ্লেন্ড অ্যানামোসাল ফেনোমেনন’ (unexplained anomalous phenomena) করা হয়েছে। তাঁর মতে, মাটিতে আছড়ে পড়া ভিনগ্রহীদের যানের ভিতর পাওয়া বহু দেহ সরকারের সংগ্রহে আছে। তবে সেগুলি মানবদেহ নয়। এই তথ্য প্রকাশ্যে আসার পর খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। রিপাবলিকানদের নেতৃত্বে তৈরি এক কমিটি ডেভিডের দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। যদিও পেন্টাগন অবশ্য প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ।











































































































































