পঞ্চায়েত ভোটে গণনার পর থেকেই “নিখোঁজ” বিডিও। ফলে পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ। জানা গিয়েছে, গত ১১ জুলাইয়ের পর থেকে ভাঙড়-২ এলাকায় বিডিও তাঁর দফতরে অনুপস্থিত। এই ঘটনায় আইএসএফ-কে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

ভাঙড়-২ এলাকায় গণনা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের গণনার দিন যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, স্বাভাবিকভাবে ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের আতঙ্কিত হওয়ারই কথা। তাই বিডিও তাঁর অফিসে আছেন না, এমনটাই দাবি শওকত মোল্লার। ভাঙড়-২ বিডিও কার্তিক চন্দ্র রায় ওইদিন গণনা কেন্দ্রের মধ্যেই ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তারপরে থেকে তাঁকে আর বিডিও অফিসে আসতে দেখা যায়নি।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, “ওই দিন আইএসএফের সন্ত্রাসবাদীরা যেভাবে তান্ডব চালিয়েছিল তাতে যে কোনও আধিকারিকের আতঙ্কিত হওয়ার কথা। এর ফলেই ভাঙড়-২’র বিডিও-র কাজকর্ম এখনও স্বাভাবিক হয়নি”।
শওকত মোল্লা আরও জানান, জেলাশাসককে তিনি অনুরোধ তিনি করেছেন যাতে অবিলম্বে ভাঙড়-২ বিডিও অফিসে আধিকারিক পাঠানো হয়। যাতে মানুষ সরকারি সুবিধা ক্ষেত্রে বঞ্চিত না হয় সেই বিষয়টি দেখার জন্য। তিনি জানিয়েছেন যে জেলাশাসক কথা দিয়েছেন কোনও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না।













































































































































