উদ্বোধনের পর থেকেই কখনও দুর্ঘটনা, কখনও আবার ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় শিরোনামে উঠে এসেছে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস।এবার ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। বুধবার ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশন রুটের বন্দে ভারতে এই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, পাথরের আঘাতে ট্রেনের একটি কাচ ভেঙে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

আরও পড়ুনঃফের বন্দে ভারত এক্সপ্রেসে দু.র্ঘটনা! মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় মৃ.ত্যু গরুর

রেল সূত্রে জানা গিয়েছে, মানিয়া এবং জাজউ স্টেশনের মধ্যে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। যার ফলে ভেঙে চুরমার হয়ে যায় সি-৭ কোচের ১৩ এবং ১৪ নম্বর সিটের জানালার কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের তদন্তকারী দল।আগ্রা রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রসজস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।


বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এমনকি ভোপাল থেকে নিজামুদ্দিন স্টেশনের মধ্যে চলা বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।একবার ফের এই রুটের ট্রেনেই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।














































































































































