ইস্যু মণিপুর: দক্ষিণ কলকাতায় মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের, রবিবার পথে নামছে যুব তৃণমূল

0
3

মণিপুরে লাগাতার হিংসা ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা আগেই করেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) নেতৃত্বে ৩০ জুলাই কলকাতায় মোমবাতি মিছিল হবে।

তৃণমূলের সূত্রে খবর, মণিপুরের (Manipur) ঘটনার প্রতিবাদ ২৭, ২৮ এবং ৩০ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলের আয়োজন করা হয়েছে। ৩০ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় যুব তৃণমূলের তরফে হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে, শেষ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে। সেখানে প্রতিবাদ সভা হবে।

বুধবার, মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মণিপুরের নারকীয় ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতায় মিছিল হয়। গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল শেষে সেখানেই অবস্থানে বসেন কর্মী-সমর্থকেরা। চন্দ্রিমা ছাড়াও ছিলেন সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। সেখান থেকে বিজেপি শাসিত মণিপুরে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী-সদস্যরা।

আরও পড়ুন- ডে.ঙ্গি মোকাবিলায় পদক্ষেপ! সব সরকারি হাসাপাতালে ফি.ভার ক্লিনিক চালুর নির্দেশ