মণিপুরের ঘটনায় এবার রোষের মুখে বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন “ভারত জগৎ মাঝি পরগনা মহল”। আজ, বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। শুধু টুই নয়, পুলিশি নিরাপত্তা টপকে গেট ভেঙে ভিতরেও ঢুকেও বিক্ষোভ দেখাতে শুরু করে ভরত জগৎ মাঝি পারোনা মহলের সমর্থকেরা।
এই আদিবাসী সংগঠনের দাবি, বার বার কেন আদিবাসীদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে, আদিবাসীদের হত্যা করা হচ্ছে, আদিবাসী নারীদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসীদের নিপীড়ন করা হচ্ছে? সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্য মণিপুর।
আরও পড়ুন- ‘যু.দ্ধ এখনও বাকি’! মানিক মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, হাইকোর্টে জমা পড়ল ৯৯ পাতার FIR
সংগঠনের আরও দাবি, অবিলম্বে মণিপুরের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। পরে সাংসদ প্রতিনিধিকে একটি ডেপুটেশন জমা করে আন্দোলন শেষ করেন তারা।








































































































































