বর্ষা আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাইরাসের (virus)দাপট । চোখের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। দ্রুত কনজাংটিভাইটিস (Conjunctivitis)ছড়িয়ে পড়ায় বিপাকে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)। সমীক্ষা বলছে স্কুল পড়ুয়াদের মধ্যে আক্রা*ন্তের সংখ্যা সবথেকে বেশি। তাই আজ ২৫ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। শুধু অরুণাচলই নয়, এমন সংক্রমণ ধরা পড়ছে দেশের নানা প্রান্তে, বিশেষ করে দিল্লি, গুজরাত এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির অবস্থা চিন্তা বাড়াচ্ছে।

চোখের সংক্রমণে কাবু অরুণাচল প্রদেশ। লংডিং জেলায় এই সংক্রমণ সবথেকে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। প্রায় প্রত্যেক শিশুর মধ্যেই চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চুলকানি, চোখ ফুলে যাওয়ার মতো উপসর্গ ধরা পড়ছে। প্রশাসন সূত্রে খবর, জেলার বহু স্কুল থেকে এই সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইটানগরেও একই ছবি। সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায়, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লংডিং জেলার ডেপুটি কমিশনার বাণী লেগো জানিয়েছেন যে আপাতত কানুবারি এবং লানউ শিক্ষা ব্লক অঞ্চলের যে সমস্ত স্কুল রয়েছে, সেগুলি ২৯ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।











































































































































