নিজেদের পাপ ঢাকতে এখন বিরোধীদের দোষ খুঁজতে বসেছে BJP। অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) মৃত্যু মিছিল, একের পর এক নারী নির্যাতনের বীভৎস ছবি। অথচ সামলাতে পারছে না ডবল ইঞ্জিনের বিজেপি সরকার। এখন বাংলা-সহ বিরোধীদের ক্ষমতাধীন রাজ্যের ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidumabaram)।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চিদম্বরম টুইটে বলেন, “বিজেপি যেভাবে বাংলা, বিহার বা রাজস্থানে হিংসার ঘটনার উল্লেখ করে মণিপুর থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে, সেটা নিছক অপচেষ্টা। এটা সফল হবে না।” I.N.D.I.A. জোটে থাকা কংগ্রেসের বর্ষীয়ান নেতা তোপ দেগে লেখেন, ”মণিপুরে সরকার বলে কিছু নেই। স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে কেন্দ্রীয় সরকার। আর যদি ধরে নেওয়াও যায়, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহারে মহিলাদের উপর নির্যাতন হয়েছে, তা দিয়ে কী মণিপুরের ঘটনা আড়াল করা যায়!” দীর্ঘ টুইটে মণিপুরের হিংসার বর্ণনা দেন চিদম্বরম।

রাজনৈতিক মহলের মতে, হিংসা নিয়ে মোদি সরকারের অপপ্রচারের বিরুদ্ধে যেভাবে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন, সেটা বিরোধী জোটের একতার বার্তা দেয়। এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও I.N.D.I.A. একযোগে অধিবেশনে ঝড় তুলবে বলে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- এবার রেখার সম.কামিতা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর জীবনী-লেখক!








































































































































