পরিচালকের আঁতলামিতে বিরক্ত ঋদ্ধি, দেব-জিৎকে কী বলছেন অভিনেতা?

0
2

সিনেমা মানেই বিনোদন। কিন্তু সত্যি কি আগেকার দিনের সিনেমার জনপ্রিয়তার কাছে ‘আঁতেল ইন্ডি’ সিনেমা ব্যাকফুটে? দর্শকদের কাছে কোন ছবির জনপ্রিয়তা বেশি? এক সময় উত্তম সুচিত্রার (Uttam Suchitra) জমজমাট প্রেমের রসায়নের চাহিদা আজ বদলেছে রিয়ালিস্টিক সিনেমায়। দর্শক আজ নতুন কিছু চায়, কিন্তু পরিচালকরা (Directors) সেই সুযোগ দিচ্ছেন না অভিনেতাদের। এমনই অভিযোগ কৌশিক সেনের ছেলে ঋদ্ধির (Riddhi Sen)। নিজের কথার সপক্ষে দেব এবং জিৎকে (Dev and Jeet) টেনে এনেছেন তিনি। নাম না করেই ভাল অভিনয়, খারাপ অভিনয় এবং নো অ্যাক্টিং নিয়ে পরিচালকদের বিরুদ্ধে সরব হলেন ঋদ্ধি (Riddhi Sen)।

নতুনত্বের খোঁজ না করে একতরফা ছবি বানানো নিয়েই আপত্তি তুলেছেন অভিনেতা । তিনি সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “না আছে কোনও নতুনত্ব না আছে ভাল করে অনুকরণ কিংবা টোকার দক্ষতা। আছে শুধু নিজেদের জীবনযাপনের প্যানপ্যান মার্কা ফ্রাস্ট্রেশন, আমি সবই জানি ভাব তাঁদের।” এইটুকুতেই পরিষ্কার যে তিনি কোন কোন পরিচালকের দিকে আঙুল তুলেছেন। ঋদ্ধি জানিয়েছেন, এইরকম ধরণের পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতাদের নিজস্ব সত্ত্বা থাকে না। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার মতে, ন্যাচারাল অভিনয় বলে আদৌ কিছু হয় না। ঋদ্ধি দাবি করেছেন, ভাল কিংবা খারাপ অভিনয় হয়। এর বেশি কিছু হয় না। বড়পর্দায় অভিনয় করার সঙ্গে সঙ্গে থিয়েটারের মঞ্চেও বেশ দাপট রয়েছে ঋদ্ধি সেনের। সেভাবে কমার্শিয়াল ছবিতে তাঁকে দেখা যায় না। কিন্তু দেব- জিতের মতো কমার্শিয়াল অভিনেতাদের দিকে আঙুল তোলেননি অভিনেতা। দৃপ্ত ভাবে জানিয়েছেন, আর যাই হোক, ওরা নো অ্যাক্টিংয়ের ভন্ডামি করে না। বরং সমালোচনা গায়ে মেখে নেন।

অনেকেই অভিনেতার এই মন্তব্যের পর মনে করছেন টলিউডের এক বিশেষ অংশকে টার্গেট করছেন ঋদ্ধি। সিনেমার পাশাপাশি থিয়েটারেও তাঁর দক্ষতা প্রমাণিত। এছাড়া নানা সামাজিক ইস্যুতেও তিনি সরব হন।