সংসদে গ্যাংস্টা.র আতিক আহমেদের মৃ.ত্যুতে শোকজ্ঞাপন! চরমে বিতর্ক

0
2

সংসদে বাদল অধিবেশনে(Monsoon Session) শুরুতে প্রথামতো চলছিল প্রয়াত সাংসদদের শোকজ্ঞাপন পর্ব। সেখানে প্রয়াত সাংসদদের তালিকায় একটি নাম নিয়ে শুরু হল বিতর্ক। অন্যান্য সাংসদদের পাশাপাশি খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত গ্যাংস্টার আতিক আহমেদের(Atiqe Ahmed) প্রয়াণেও শোকজ্ঞাপন করেছেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতে লোকসভার স্পিকার ওম বিড়লা একে একে প্রয়াত বর্তমান ও প্রাক্তন সাংসদদের নাম বলেন। তাঁদের পরিচয় দেন, এবং তাঁদের জন্য শোকবার্তা পাঠ করেন। সেই সাংসদদের তালিকায় ছিলেন আতিক আহমেদও। আতিক ১৪ তম লোকসভায় উত্তরপ্রদেশের ফুলপুর থেকে সাংসদ হন। সেকথায় এদিন উল্লেখ করেন স্পিকার ওম বিড়লা। এমনকী খুনে অভিযুক্ত আতিককে ‘শ্রী’ বলেও সম্বোধন করেন তিনি। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এ হেন গ্যাংস্টারের নাম শোকজ্ঞাপনের তালিকায় না রাখলে বিশেষ ক্ষতি হত কী? যদিও সরকারের দাবি, যা হয়েছে তার সবটাই নিয়ম মেনে। তবে বিশেষজ্ঞদের দাবি, কার নাম তালিকায় থাকবে তা নির্ভর করে স্পিকারের উপর, ফলে চাইলেই নাম বাদ দেওয়া যেত কিন্তু তা করা হয়নি।

উল্লেখ্য, আতিক আহমেদ বিএসপি নেতা উমেশ পাল হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। এছাড়াও একাধিক খুনের মামলা আছে তাঁর বিরুদ্ধে। উত্তরপ্রদেশে তিনি পরিচিত ছিলেন বাহুবলি গ্যাংস্টার নেতা হিসাবে। এ হেন আতিকের মৃত্যুও হয় নির্মমভাবে। পুলিশ হেফাজতে থাকাকালীন শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করে গ্যাংস্টাররা।