বিরোধী জোটের বৈঠকের পরই ফের ‘সক্রিয়’ ইডি! শহরের একাধিক জায়গায় তল্লাশি

0
3

মঙ্গলে গণতন্ত্রকে রক্ষায় বিজেপি বিরোধী নতুন জোট তৈরি হয়েছে। তারপরই ভয় পেয়েছে বিজেপি। ২৬টি বিরোধী দলের সঙ্গে ভোটের ময়দানে নামার আগে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ বিজেপি হয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার বিকেলে শহরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জানা গেছে, এদিন কলকাতার তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। ক্যামাক স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড ও এজেসি বোস রোডে একইসঙ্গে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী।



আরও পড়ুন:গুজরাটে বড় ধাক্কা বিজেপির!কংগ্রেসে যোগ আমূল সংস্থার কর্ণধারের

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র-এর টাকা এই সংস্থাগুলির মাধ্যমে খাটানো হত বলে ইডি সূত্রের খবর। সেই সূত্র ধরেই বুধবার দুপুর থেকেই শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্ত্রী বিয়োগ হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি। প্যারোলের মেয়াদ শেষে জেলে ফিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত হাসপাতালের কার্ডিওলজি বিভাগে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে আইসিইউ থেকে ৯ নম্বর বেডে রাখা হয়েছে তাঁকে।