বন্ধুর হাতে খুন বন্ধু! বচসা থেকে খুন। খুন করে প্রমাণ লোপাট করতে বন্ধুর দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ঘটনার কয়েকদিন পর পুলিশের জালে অভিযুক্ত যুবক। পুলিশি জেরার খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে শফিউলের পচাগলা দেহ উদ্ধার করেছে।
নদিয়ার নবদ্বীপ এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম শফিউল মণ্ডল। পেশায় ব্যবসায়ী। গত ১১ জুলাই উত্তর ২৪ পরগনার উত্তর চাতরার বাসিন্দা শফিউল আরও দুই বন্ধুর সঙ্গে নবদ্বীপের মিয়া পাড়ায় গিয়েছিলেন। তাঁরা তিনজন এক সঙ্গে ব্যবসা করতেন। কিন্তু তারপর থেকে শফিউলের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শফিউলের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ শফিউলের সঙ্গে থাকা মন্টু মণ্ডলকে জেরা করতেই গোটা ঘটনা সামনে চলে আসে। জেলার মন্টু স্বীকার করে নেয় তাঁরাই শফিউলকে খুনে করে তাঁর দেহ নবদ্বীপের মিয়া পাড়ার ওই বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে দেয়।
আরও পড়ুন- সুখবর! কৃষকদের থেকে এবার বর্ধিত দামে ধান কিনবে রাজ্য, বাড়ছে বিক্রির ঊর্দ্ধসীমাও







 
 
 
 































































































































