রাজ্যের বাজি নির্মাতাদের হাতে কলমে পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। দ্বিতীয় দফায় আগামী ২৬ থেকে ৩০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গেছে। জাতীয় পরিবেশ প্রকৌশল এবং গবেষণা প্রতিষ্ঠান – নিরির বিশেষজ্ঞরা বাজি উৎপাদকদের এই দূষণমুক্ত বাজি তৈরির প্রশিক্ষণ দেবেন। বিভিন্ন জেলার ২০০ বাজি নির্মাতা সংস্থার প্রতিনিধিরা ওই শিবিরে অংশ নেবেন বলে জানা গেছে। তাদের হাতেকলমে দূষণ সৃষ্টিকারী বেরিয়াম নাইট্রেট মুক্ত ফুলঝুরি, তুবড়ি, রঙমশাল ইত্যাদি বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে ওই জেলারই বজবজে একই ধরণের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার শতাধিক বাজি উৎপাদক সংস্থার প্রতিনিধি ওই কর্মশালায় অংশ নিয়েছিলেন।
নিরাপদ ও পরিবেশ বান্ধব বাজি তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার বাজি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আতশবাজি ব্যবসায়ীদের দাবি, কমপক্ষে ১০ লক্ষ মানুষ আতশবাজি ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান। আগামী উৎসবের মরশুমে যাতে আতশবাজির বাজারে ঘাটতি না পড়ে, সেই বিষয়টিও নজরে রাখছেন আতশবাজি ব্যবসায়ীরা।, মোট তিনটি স্তরে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম দফায় এই ব্যবসায় যারা মূল যুক্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় স্তরে এই শিল্পে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ যারা এই শিল্পে উৎপাদনে যুক্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তৃতীয় স্তরে আতশবাজি পার্ক এবং হাবের সঙ্গে যুক্ত যারা তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
মাত্র কয়েক দিনে ৩০ হাজার মানুষ এই প্রশিক্ষণ নিতে আবেদন জানিয়েছে। প্রত্যেক জেলার ক্ষেত্রে একটি করে কমিটি তৈরি হয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বাধীন সেই কমিটিতে রাখা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, দমকল সচিব পরিবেশ সচিব ও ক্ষুদ্র কুটির শিল্প দফতরের সচিবকে। জেলাভিত্তিক এই কমিটিতে জুড়ে দেওয়া হবে জেলাশাসকদের। মূলত এই কমিটির অধীনেই জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির হবে। নাগপুর থেকে প্রশিক্ষণ দিতে আসবেন ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা।
আরও পড়ুন- বিজেপি সাংসদদের ১২ শতাংশই পরিবারবাদের শি.কার: মোদিকে পাল্টা তো.প তৃণমূলের







































































































































