এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে লক্ষণ: সূত্র

0
2

সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। চলবে অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে এই প্রতিযোগিতার জন‍্য ছেলে এবং মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ছেলেদের দলে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড। একদিনের বিশ্বকাপের কারণে দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এই দলের দায়িত্ব থাকবেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পযর্ন্ত। এশিয়ান গেমসের মাঝে আসন্ন একদিনের বিশ্বকাপ। আর সেই কারণেই দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠাচ্ছে বিসিসিআই। আর সেই দলের দায়িত্বে থাকবেন লক্ষণ। শুধু এশিয়ান গেমস নয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দায়িত্ব দেওয়া হবে লক্ষণকে। জানা যাচ্ছে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজ এবং একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং স্টাফদের বিশ্রামের পরিকল্পনা বিসিসিআইয়ে। আর সেই কারণে আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব দেওয়া হবে লক্ষণকে। এর আগেও ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। গত বছর টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারার পর নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস