পঞ্চায়েত নিয়ে শুধুমাত্র শুভেন্দুরই ২৭-২৮ টা মামলা! ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত

0
2

এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে পরিমাণ মামলা হয়েছে হাইকোর্টে তা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। পান থেকে চুন খসলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রার্থী থেকে দল সবাই। যার ফলে মামলার পাহাড় জমেছে। জানলে অবাক হবেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরই ২৭-২৮ টা মামলা!

একের পর এক রাজনৈতিক মামলায় রীতিমতো বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার বিচারপতি মন্তব্য করেছেন, এত এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। শুধু কি রাজনৈতিক মামলাই শুনে যাব? পূর্ব মেদিনীপুরের ১০ জন বিজেপি কর্মীর রক্ষাকবচ সংক্রান্ত মামলায় এমন মন্তব্য বিচারপতির।

তার প্রশ্ন, নির্বাচনের আগে যখন আদালত রক্ষাকবচ দিয়েছিল, তখন কেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়া হয়নি? রাজ্যকে হলফনামা দেওয়ার জন্য দুসপ্তাহ সময় দিয়েছে আদালত।

নির্বাচনের আগে ১৫ জুলাই পর্যন্ত এই ১০ জন মামলাকারীকে রক্ষাকবচ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রক্ষাকবচ বাড়ানোর আবেদন করা হয় বিজেপি কর্মীদের আইনজীবীদের তরফে। যদিও সেই রক্ষাকবচ বাড়ানোর বিষয়ে কোনও নির্দেশই দেননি বিচারপতি।