‘আগে বুথ আর বিধানসভা সামলা, তারপর ভাবিস বাংলা’, বিজেপিকে ক.টাক্ষ দেবাংশুর

0
4

সদ্য পঞ্চায়েত ভোটে গোহারা হার থেকে নজর ঘোরাতে গদ্দার অধিকারী ও বঙ্গ বিজেপি নেতারা এখন বড় বড় কথা বলছেন। রাজ্য সরকার পড়ে যাওয়া নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের মন্তব্যকে ট্যুইটারে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangsu Bhattachariya)। রবিবার ট্যুইটারে এই নিয়ে সরব হন দেবাংশু। তিনি লেখেন, যে নিজের বুথ জিততে পারে না, সে রাজ্য থেকে সরকার ফেলার গল্প শোনায়। আগে সরকার ফেলার গল্প শোনাত এমনই একজন। সে-ও শেষ ২টি ভোটে নিজের বুথে হেরেছে। আর আরেকজন তো লোডশেডিং করে বিধানসভায় জেতার পর পঞ্চায়েতে ১০,৫০০-তে হেরে ভূত! আগে বুথ আর বিধানসভা সামলা, তারপর ভাবিস বাংলা।

আরও পড়ুন- রোহিতের মিথ‍্যে ধরিয়ে দিলেন স্ত্রী রিতিকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল