বৃষ্টি (Rain) বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে এবার কি পাল্লা দিয়ে দুর্যোগের ভোগান্তি দক্ষিণেও? শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি।

ভাসছে উত্তরবঙ্গ, তার প্রভাব পড়তে পারে এবার দক্ষিণবঙ্গের জেলাতেও। তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষ নদীতে জল বিপদসীমা ছাড়াতে পারে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উইকেন্ডে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে।

আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানালো হাওয়া অফিস।









































































































































