১) টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন তিনি। শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। দিনের শেষে যশস্বীর রান সংখ্যা ১৪৩ রানে অপরাজিত তিনি।
২) যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিনের শেষে ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী এবং বিরাট কোহলি। শতরান করেন রোহিত শর্মা।

৩) কলকাতা লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। রেনবোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই হোঁচট খেল বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল-হলুদের রিজার্ভ দল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ গোলশূন্য ড্র হয়।

৪) নতুন অভিযোগ উঠে এল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল কুস্তিকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগের কথা জানা গিয়েছিল।

৫) বড় সিদ্ধান্ত নিল আইসিসি। আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের সমান পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে ছিল আইসিসির বার্ষিক সম্মেলন। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন:টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান যশস্বীর













































































































































