টি-২০ সিরিজ জিতলেও, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারল না ভারতের মহিলা দল। এদিন তৃতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারল হরমনপ্রীত কৌররা। মূলত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে। সিরিজের ফলাফল ২-১।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে টিম ইন্ডিয়া। তাসের ঘরের মতন ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন হরমনপ্রীত। ২৮ রান করেন জেমিমা রডরিগেজ। মাত্র ১ রান করেন স্মৃতি মান্ধনা। ১১ রান করেন শেফালি ভর্মা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাবিয়া খান। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নহিদা, ফহিমা এবং শর্না।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন শমিমা সুলতানা। ৪২ রান করেন তিনি। ১৪ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে দুটি করে উইকেট মিন্নু মানি এবং দেবিকা বৈদ্য। একটি উইকেট নেন জেমিমা।
আরও পড়ুন:নির্বাসন কাটিয়ে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন দীপার















































































































































