সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বিরোধী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠেছিল গ্রাম বাংলা। রক্তের হোলি খেলায় প্রাণ গিয়েছে অনেকের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছে বহু তৃণমূল নেতা-কর্মীর। এবং এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রচনা হয়েছিল। কখনও তৃণমূলের লোক মেরে, কখনও নিজেদের লোক মেরে বাম-বিজেপি-কংগ্রেস একটা নোংরা চিত্রনাট্য রচনা করেছিল। এবং গোটা ঘটনার মাস্টার মাইন্ড দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর একটি মন্তব্যেই প্রমাণ হয়, কীভাবে ষড়যন্ত্র পাকানো হয়েছিল। এবং শুভেন্দুর সেই মন্তব্যের ভিডিও ক্লিপ সামনে এনে ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুনঃশিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রাণ হারালেন ৪ পুণ্যার্থী, আ.হত ১৫
আসলে বিজেপি অন্য বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বাতাবরণ রচনা করেছিল। বুঝে গেছে তারা যদি কোথাও রক্তপাতের ছবি দেখাতে পারে, তাহলে কোর্ট তাদের পক্ষে কথা বলবে। বিজেপি সহ বিরোধীদের একটা ধারণা হয়ে গিয়েছে, একটি দৃশ্য তৈরি করলেই বাজিমাত, সেটা নিজেদের লোক মেরে হোক বা তৃণমূলের। একটু কান্নাকাটি, রক্তপাত ক্যামেরায় দেখাতে পারলেই কোর্টে। এবং আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।
এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর সেই ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। যেখানে শুভেন্দুকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, “পথই পথ দেখাবে। এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে ৩৫৫ লাগবেই। অনেক জিনিস করাতে হয়, কী করে করাতে হয় আমি জানি।” রাজ্যের বিরোধী দলনেতা সাংবিধানিক পদে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন। হিংসায় প্ররোচনা দিচ্ছেন।
Clear announcement of conspiracy.
He wants to create situation for central intervention and tells he knows how to do it. This is the cause of violence. Ld Court and Administration should take necessary action against him.@MamataOfficial @abhishekaitc @AmitShah @rashtrapatibhvn pic.twitter.com/C4ZuroVEjg— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 13, 2023
এ প্রসঙ্গে কুণাল ঘোষ লেখেন, “ষড়যন্ত্রের ঘোষণা। বলছে কেন্দ্রের হস্তক্ষেপ আনতে কিছু কিছু কাজ করাতে হয় এবং ও তা জানে। এগুলোই হল হিংসার উৎস। জনগণের বিচারে প্রত্যাখ্যাত হয়ে অশান্তির ছক। অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কোর্ট দেখতে পাচ্ছে না?”