সম্প্রতি দক্ষিণের থালাইভা (Thalaiva) অর্থাৎ রজনীকান্তের (Rajanikanth) সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে লাল সেলাম (Lal Salaam) শব্দটি। তবে আচমকা কেন এই শব্দ নিয়ে শুরু হল শোরগোল? এর পিছনে কী কারণ অথবা এর সঙ্গে রজনীকান্তের ঠিক কী সম্পর্ক তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী লাল ঝান্ডা ধরতে চলেছেন দক্ষিণের এই বর্ষীয়ান অভিনেতা? তবে বাবাকে নিয়ে সমস্ত জল্পনায় কার্যত জল ঢাললেন থালাইভা কন্যা ঐশ্বর্য রজনীকান্ত (Aishwaryaa Rajanikanth)। শোনা যাচ্ছে, ‘লাল সেলাম’ নামক একটি দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে সুপারস্টার রজনীকান্তকে, এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক ও অভিনেতার কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। এদিন শেষ দিনের শুটিংয়ের পর বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন তিনি।

আর ঐশ্বর্যর পোস্টে রজনীকান্তর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। থালাইভার পড়নে সাদা পাঠান স্যুট আর মাথায় সাদা ফেজ টুপি। তবে ‘লাল সেলাম’ ছবিটিতে রজনীকান্তকে একটি ক্যামিও চরিত্রের জন্য বাছা হয়েছে, যার নাম মঈদীন ভাই। ছবিটির পোস্টার আগেই মুক্তি পেয়েছিল কিন্তু ছবিতে থালাইভার অভিনয়ের কথা শুনেই করছেন উচ্ছ্বসিত অনুরাগীরা।









































































































































