একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে প্রচারের আলোয় চলে এসেছিলেন। কিন্তু সেবার বিজেপির (BJP) ভরাডুবির পর থেকে কার্যত অন্তরালে চলে যান। তখনও যোগ দেননি বিজেপিতে (BJP)। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যজুড়ে “আমরা দাদার অনুগামী” প্রচার শুরু হয়। যার নেতৃত্বে দিয়েছিলেন এই নেতা। স্রেফ তৃণমূল (TMC) নয়, স্বয়ং দলনেত্রীকেও নিশানা করেছিলেন তিনি। কুৎসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই দলবদলু বিজেপি নেতা কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করলে পুলিশ। তবে ঠিক কী অভিযোগে গ্রেফতার তা স্পষ্ট নয় এখনও।

জানা গিয়েছে, এদিন দুপুরে কনিষ্ক পণ্ডার (Kaniska Panda)বাড়ি ঘিরে ফেলে প্রায় ৩০ থেকে ৩৫ জন পুলিশের এক বিশাল বাহিনী। বাইরে বেরিয়ে আসতে বলা হয় বিজেপি নেতাকে। কিন্তু প্রথমে বাইরে বেরোতে রাজি হননি কনিষ্ক। পুলিশের কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। এরপর যখন কার্যত দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। তখন বাইরে বেরিয়ে আসেম কনিষ্ক। গ্রেফতারির পর, তাঁকে আপাতত মরিশদা থানায় রাখা হয়েছে বলে খবর। পুরোনো একাধিক মামলা রয়েছে একসময়ের বিজেপি নেতা কনিষ্কর নামে।









































































































































