ভেঙে ফেলা হচ্ছে ক‍্যাম্প ন‍্যু, ভাইরাল ভিডিও

0
4

ভেঙে ফেলা হচ্ছে এফসি বার্সেলোনার ঘরের মাঠ ক‍্যাম্প ন‍্যু। এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে। ২০২৬ সালের মার্চের মধ্যে তৈরি হবে নতুন স্টেডিয়াম। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে। এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে। স্টেডিয়াম ভাঙার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে এদিন ক্লাবের তরফে বলা হয়,”২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে। ১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তারপর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে মাঠটিকে।”

ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। প্রায় একলক্ষ দর্শক ধরত এই মাঠে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, জয় লক্ষ‍্য রোহিতদের