বগটুইয়ে দাঁত ফো.টাতে পারলেন না মিহিলাল, জিতল তৃণমূল

0
4

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের বিভিন্ন জায়গায় ভালো ফল করেছে বিরোধীরা। শেষ পাওয়া খবর অনুসারে, ৬টি পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। বামেরাও খাতা খুলেছে। তবে তাৎপর্যপূর্ণ হল বগটুই বগটুইয়েই এবার ফুটল জোড়াফুল।

গতবছর ২১ মার্চ বগটুইয়ে প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান ভাদু সেখ খুনের পর গ্রামে হামলা চালায় উত্তেজিত জনতা। ব্যাপক বোমাবাজি, গুলি চালনায় তোলপাড় হয়ে ওঠে গোটা গ্রাম। বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ১০ জনকে। সেই ঘটনায় প্রাণ হারান বগটুইয়ের বাসিন্দা মিহিলাল সেখের স্ত্রী, মা, মেয়ে ও বোন। ওই ঘটনার তদন্ত শুরু হয়। মিহিলাল দাবি করেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূলের।

পরবর্তী সময়ে সেই মিহিলালের পারিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে মনোনয়ন জমা দেন তাঁর ভাইপো, ভাইপোর স্ত্রী ও অন্য এক আত্মীয়। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই তাঁর পরিবারের লোকজন ভোটে দাঁড়িয়েছে পরিবারের সদ্যসরা। এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।

এবার পঞ্চায়েত নির্বাচনে মিহিলাল সেখের পরিবারের ৩ জন বিজেপির টিকিটে প্রার্থী হন। এদের মধ্যে ২ জন হন গ্রাম পঞ্চায়েত প্রার্থী এবং তৃতীয়জন হন পঞ্চায়েত সমিতির প্রার্থী। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে হারলেন মিহিলালের পরিবারের ২ সদস্যই। স্বজন হারানোর ভাবাবেগ কাজে লাগাতে পারলেন না মিহিলাল।

আরও পড়ুন- NOW VOTE FOR MAMATA: বাংলায় সবুজ ঝড়ের শুরুতেই টুইটে ধন্যবাদ অভিষেকের