ভোট গণনার দিন ঝেঁপে বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

0
4

কার দখলে বাংলা? আর কিছুক্ষণ পরেই জানা যাবে পঞ্চায়েত ভোটের ফলাফল। তবে তার আগে জেনে নেওয়া যাক, কেমন থাকবে আজকের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন:কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ পঞ্চায়েতের ভোট গণনা

আবহাওয়া দফতর জানাচ্ছে,  আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির প্রাবল্য বাড়বে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়।  দিনের মধ্যে বারকয়েক ঝেঁপে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) নেই দক্ষিণবঙ্গে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে।  বিক্ষিপ্তভাবে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মহানগরে । শহরেও জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে এখনই তাপমাত্রা কমার কোনও আশা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। জানা গেছে, আজ কলকাতার তাপমাত্রা বাড়তে পারে ৩৪ ডিগ্রি পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে।