মণিপুরে লাগাতার হিংসা। প্রাণহানি। কিন্তু সেখানে যাওয়ার সময় হয়নি বিজেপির ফ্যাক্ট ফাইনডিং টিমের (Fact Finding Team)। কিন্তু বাংলার পঞ্চায়েত ভোটের কিছু বিছিন্ন ঘটনার জন্য আসছে গেরুয়া প্রতিনিধি দল। পঞ্চায়েত ভোটের পরে ৪ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। দলটি বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখবে। তবে কবে আসবে, তা এখনও জানা যায়নি।
এবারের পঞ্চায়েত ভোটে রেকর্ড সংখ্যক মনোনয়ন পত্র জমা দেয় বিরোধীরা। ভোটের আগে ও ভোটের দিন মিলিয়ে ৩৬জনের মৃত্যু হয়। আর তাঁদের মধ্যে বেশিরভাগই শাসকদলের নেতা-কর্মী। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসকদলের শীর্য নেতৃত্ব। এবার যে সব জায়গা থেকে সংঘর্ষের খবর বেশি এসেছে, সেই সব জায়গা ঘুরে দেখবে বিজেপির প্রতিনিধি দল। কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহসভাপতি তথা সাংসদ রেখা বর্মা, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং।
২০২১-এর বিধানসভা নির্বাচনের পরেও তথ্যানুসন্ধান কমিটি গড়েছিলেন নাড্ডা। সেই দলের সদস্যরা রাজ্য এসে ঘুরেও দেখেন। কিন্তু সেই নিয়ে এখনও সিবিআই তদন্ত চলছে। এখন মণিপুরে এত হিংসা, প্রাণহানি, স্কুল পড়ুয়া থেকে শিক্ষিকা হিংসার বলি- সেখানে কেন যাচ্ছে না বিজেপির প্রতিনিধি দল? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।









a






























































































































