সকাল থেকে বিরোধী সন্ত্রাস, প্রতিবাদে সরব কুণাল

0
3

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে হিংসা-অশান্তির খবর আসছে। তবে এবার উলট-পুরাণ। শাসক তৃণমূল নয়, সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের দিকে। যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন সকালে টুইটে কুণাল ঘোষ লেখেন, “নদিয়ার হাঁসখালি-২ ব্লকে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রার্থী সুভাষ ব্যানার্জির বাড়িতে বিজেপি আশ্রিত গুন্ডাদের জঘন্য হামলার আমি তীব্র নিন্দা জানাই। বিজেপি যে লাগাতার হিংসা চালাচ্ছে তা আমাদের গণতন্ত্রের উপর এক নির্লজ্জ এবং ভয়ঙ্কর আক্রমণ।”