পঞ্চায়েত ভোটের সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। উত্তর ২৪ পরগনার বারাসাত-১ ব্লকের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। তবে অভিযোগ মহিলা ওই নির্দল প্রার্থীর ব্যাগে প্রথমে বোমা উদ্ধার হয়। তারপরই মারধর করা হয়।
অভিযোগ, গতকাল রাতে নির্দল সমর্থকরা ক্যাম্পে বসে থাকাকালীন বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। নিহতের পরিবার জানিয়েছে, লাগাতার তাঁর উপর হুমকি আসছিল। শুক্রবার রাতে তাঁকে তৃণমূল প্রার্থীরা মারধর করে বলে অভিযোগ। গভীর রাতেই তাকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নির্দল প্রার্থীর সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। টাকি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে রাত থেকেই। আজ, সকালেও এলাকার পরিস্থিতি থমথমে। বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে রেখেছে।
আরও পড়ুন:অ.শান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খু.ন!















































































































































