ভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কুর

0
2

গতকালই ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলের অধিনায়ক করা হয়েছেন হার্দিক পান্ডিয়াকে। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিকে। তবে আসন্ন ওয়েসট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাননি রিঙ্কু সিং। ২০২৩ আইপিএল-এ ভালো পারফরম্যান্স করেন তিনি। এরপরই সবাই মনে করেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেতে পারেন। কিন্তু গতকাল যে দল ঘোষণা করা হয়, তাতে দেখা যায় ভারতীয় দলে সুযোগ পাননি রিঙ্কু। আর এরপরই বিরাট বার্তা দিলেন কেকেআর ব‍্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা হওয়ার পর রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন,” কারও কাছে সোফা কেবলই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার একটি মাধ্যম।” আর রিঙ্কুর এই পোস্টের পরই নেটিজেনরা মনে করছেন, রিঙ্কু বোঝাতে চেয়েছেন যে তিনি অপেক্ষা করতে তৈরি। সহজে কিছু হবে না। তার জন্য পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।

 

২০২৩ আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু। কেকেআরের হয়ে সব থেকে ধারাবাহিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে নজর কারেন রিঙ্কু।

আরও পড়ুন:আগারকার পদে আসতেই বিরাট পরিবর্তন, প্রধান নির্বাচকের মাইনে বাড়তে চলেছে ৩০০ শতাংশ : সূত্র