পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রচারে মানুষের দুয়ারে হাজির স্বয়ং “মা লক্ষ্মী”! দরজা খুলতেই “মা লক্ষ্মী” বলে উঠছেন, “মা মমতা আমাকে তোদের দুয়ারে পাঠিয়েছেন। এই যে আমার হাতে ভাঁড় দেখছিস এ অফুরন্ত। কোনওদিন শূন্য হবে না। যতই নিবি ততই পাবি। তবে আমার ভাই-বোনেদের জোড়াফুলে ভোটটা দিবি। মা আমাকে বলে পাঠিয়েছেন।”

আরও পড়ুনঃ“প্রতীচী” থেকেই বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক দাবি করলেন অমর্ত্য সেন
প্রথমে সকলে একটু ভিমড়ি খেলেও বিষয়টি বুঝে ওঠার পরই অনেকেই মজা পেলেন। কেউ কেউ তো আবার
হাসিমুখে “মা লক্ষ্মী”র হাত ধরে ঘরে নিয়ে গিয়ে বসালেন। তৃণমূলের এমন অভিনব প্রচার নজর কাড়ল পশ্চিম মেদিনীপুর ঘাটাল ব্লকের বীরসিংহ পঞ্চায়েতের রাধানগর ,নবগ্রাম, সিংহডাঙা, পাথরা গ্রামে।
বীরসিংহ গ্রামে মা লক্ষ্মীর বেশে ভোট প্রচার চললো তৃণমূলের। সঙ্গে ছিলেন গ্রামসভা, সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা। শুধু বীরসিংহ গ্রাম নয়, ঘাটাল মহকুমার প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারই হয়ে উঠছে তৃণমূলের ভোটপ্রচারের মূল হাতিয়ার। অন্যদিকে, বিজেপি সহ বিরোধীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগে অনেক টিপ্পনি করলেও, এখন আর বিরোধিতা করতে পারছে না। এই প্রকল্পের সুফল মেনে নিয়েছেন বিরোধীরাও।














































































































































