১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা করল ভারত। ভারতীয় দলে সুযোগ পেলেন না রিঙ্কু সিং। দলের অধিনায়ক করা হয়েছেন হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিকে।
২) উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। জোকার হারালেন জর্ডন থম্পসনকে। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে জেতেন জোকার। ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫।

৩) পিছিয়ে গেল কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং-এর ম্যাচ। বৃহস্পতিবার কলকাতার লিগের অভিযান শুরু করতে চলেছিল সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস। পঞ্চায়েত ভোটের কারণে পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে ওই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।

৪) আইসিসির টেস্ট ব্যাটিং-এর শীর্ষে কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্টিভ স্মিথ। বোলারদের মধ্যে ৮৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশে থাকা বাকি দুই বোলার হলেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

৫) জয় দিয়েই কলকাতা লিগের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নৈহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারাল পাঠচক্রকে। বাগানের হয়ে গোল করলেন সুমিত রাঠি, এঙ্গসন সিং এবং টাইসন সিং।
আরও পড়ুন:Mohun Bagan: জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান, ৩-১ গোলে পরাস্ত পাঠচক্র













































































































































