বাজার অগ্নি.মূল্য, মঙ্গলেও শহর জুড়ে টাস্ক ফোর্স -এর অভিযান!

0
3

বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। শাক সবজি (Vegetables) হোক কিংবা আলু পেঁয়াজ – কিছু কিনতে গেলেই হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। অগ্নিমূল্য বাজারে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে শাক সবজির দাম নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স (The task force formed by the state government)সোমবার থেকেই শহরের বিভিন্ন বাজারে হানা দিতে শুরু করেছে। আজ মঙ্গলবার শিয়ালদহ কোলে মার্কেটে (Sealdah Koley Market) সকাল সকাল হানা দেন রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা। রবীন্দ্রনাথ কোলের (Rabindranath Koley)নেতৃত্বে এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের (task force) সদস্যরা। জানা যায় অভিযান চলাকালীন দেখা যায় কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে আছে। অযথা দাম বাড়ানো হলে সবজি বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রবীন্দ্রনাথ কোলে।

বাজারে শাক সবজির দাম হঠাৎ করে অগ্নিমূল্য হওয়ার প্রেক্ষিতে সবজির মূল্যের রাশ টানতে সম্প্রতি নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকের পরেই বাজারে বাজারে অভিযান চালানোর কাজ শুরু হয়। সোমবার শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে রাজ্য সরকারের (State Government) গঠিত টাস্ক ফোর্স। গতকাল সকালে বিধাননগর থেকে অভিযান শুরু করে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের (Task Force)একটি দল। বিধাননগরের AB-AC মার্কেটে যৌথভাবে যায় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। এর পর বিডি মার্কেট-সহ শহরের আরও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করে এই টাস্ক ফোর্স।