মুখ্যমন্ত্রীর হাঁটুতে অ.স্ত্রোপচারের সম্ভাবনা

0
2

পঞ্চায়েত ভোটে (Panchayet Election) প্রচার পর্বে কপ্টার বিভ্রাটের পর ফের বাঁ-পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। অসমর্থিত সূত্রে খবর, আহ*ত মুখ্যমন্ত্রীর হাঁটুতে চলতি সপ্তাহেই অস্ত্রোপচারের (Knee Surgery)সম্ভাবনা আছে।

মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রতিদিন তাঁর থেরাপি চলছে। তবে চিকিৎসকদের পরামর্শে ছোটখাট একটি অপারেশন করাতে হবে তাঁকে। সেই অপারেশনের পর আরও ৮ থেকে ১০দিন তাঁকে বিশ্রামেই থাকতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে হাঁটুতে খুব লেগেছে। একটা মাইনর ওটি আছে। ৮-১০ দিন সময় লাগবে। তারপর বের হতে পারব।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী বৈঠকে যোগ দিতে পারবেন কিনা। তবে একুশের মঞ্চে তিনি থাকবেন সেটা তৃণমূলের তরফে নিশ্চিত করা হয়েছে।