নম্বর বেড়ে তৃতীয় থেকে দ্বিতীয়! স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা

0
2

স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা। শুক্রবার এই ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম প্রকাশিত ফলে প্রথম দশে নাম ছিল ১১৮ জনের। নতুন ফলে মেধাতালিকায় উঠে এল আর ৪ জনের নাম। মোট সংখ্যা দাঁড়াল ১২২।

একইসঙ্গে বেশ কিছু বদল হল শীর্ষস্তরেও। আগের মেধাতালিকায় অনুযায়ী ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ছিল মালদহ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মেহেদি হাসান। বর্তমানে ১ নম্বর বেড়ে সে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নম্বর বেড়েছে ষষ্ঠ স্থানে থাকা বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র প্রণীল জশের। ১ নম্বর বেড়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর হয়েছে ৬৮৮। বর্তমানে সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। রামগোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক ছিল একাদশ স্থানে। তার নম্বর বেড়ে হয়েছে ৬৮৪। এখন নবম স্থানে। নাচিন্দা জেকে গার্লস হাই স্কুলের ছাত্রী অনুদীপা দাস ছিল ১২ নম্বর স্থানে। তার নম্বর বেড়ে হয়েছে ৬৮৩। নম্বর অনুযায়ী এখন দশম স্থানে। ১২ নম্বর স্থানে ছিল কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের পড়ুয়া অঙ্কন নন্দী। তারও ২ নম্বর বেড়েছে। বর্তমানে তার প্রাপ্ত নম্বর ৬৮৩। সেও উঠে এসেছে দশম স্থানে। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র প্রীতম দাস ছিল চতুর্দশ স্থানে। এখন তার ৯ নম্বর বেড়ে সে মেধা তালিকায় উঠে এসেছে নবম স্থানে। প্রাপ্ত নম্বর ৬৮৪।

আরও পড়ুন- ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ, ১০০ শতাংশ সহযোগিতার দাবি