সিনেমা হলে মুক্তি পেয়েছে বিতর্কিত ‘ আদিপুরুষ'(Adipurush)। সমালোচনায় সরব দেশ। ওম রাউতের এই ছবিতে রামায়ণের অপমান হয়েছে বলে ছবি বয়কটের ডাক উঠেছে সমাজমাধ্যমে। ঠিক এই আবহে টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’ (Ramanand Sagar’s Ramayan)। রিপোর্ট বলছে, আগামী ৩ জুলাই থেকে শিমারু টিভিতে (Shemaroo TV)ফের সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। জনপ্রিয় এই ধারাবাহিকে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil), সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। লক্ষ্মণের ভূমিকায় সুনীল লাহিড়িকে দেখা গিয়েছিল । আশির দশক থেকেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে রেখেছে এই কাল্ট শো। তাই ফের রামানন্দ সাগরের রামায়ণের টেলিকাস্ট হবে জেনে খুশি ভারতীয় দর্শক।


এর আগে কোভিড কালে দর্শকদের বিপুল চাহিদা ও অনুরোধে ‘দূরদর্শন’-এ ‘রামায়ণ’ সম্প্রচারিত হয়েছিল। শামেরু টিভিতে ফিরবে সেই আবেগ। আগামী সোমবার থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় শিমারু টিভিতে (Shemaroo TV)দেখা যাবে সেই ‘রামায়ণ’।










































































































































