প্রকাশিত সূচি, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB

0
2

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, ভারতের মোট পাঁচটি শহরে নিজেদের ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় দুটি করে ম্যাচ এবং আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে একটিই ম্যাচ খেলবে পাকিস্তান। আর সূচি প্রকাশের দিনই আবারও ভারতের হতে চলা এই একদিনের বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই নিয়ে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান সামি উল হাসান এক বিবৃতি প্রকাশ করেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ভারতে কোনও সফর সহ ম্যাচের ভেন্যুতে যাওয়ার জন্য পাকিস্তান সরকারের ছাড়পত্র প্রয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আমরা আমাদের সরকারের সঙ্গে কথা বলছি, আর তাদের থেকে কোনও বার্তা পেলে আমরা আইসিসিকে জানাব। কয়েক সপ্তাহ আগে আইসিসির সঙ্গে আলোচনার পর যে পরিস্থিতি ছিল, এখনও তাই রয়েছে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই জানা গিয়েছিল, পাকিস্তানের সরকারি অনুমতি না পেলে বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতে পারবে না পিসিবি। এমনটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে গোটা বিষয়টি নির্ভর করছে তিনটি মন্ত্রকের উপর। অর্থাৎ বিদেশ মন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। জানা যাচ্ছে, পাক বিদেশমন্ত্রক নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেবে না।

আরও পড়ুন:প্রকাশিত একদিনের বিশ্বকাপের সূচি, কতগুলি ম‍্যাচ পেল ক্রিকেটের নন্দনকানন ইডেন?