ফের রাতের শহরে পথদুর্ঘটনা !লেকটাউনের পর এবার বাসন্তী হাইওয়েতে ।পেছনে থেকে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় বাইক আরোহীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন:অপহরণ এবং ডাকাতির অভিযোগে ধৃত বিজেপি নেতা

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনার ঘটে। মৃতের নাম আশাবুল গাজী। ২২ বছরের ওই যুবক বড়ালির বাসিন্দা । কাজের সূত্রে কলকাতার দিক থেকে বাইক নিয়ে যাচ্ছিলেল তিনি। বিবিরহাটের কাছে আচমকাই পেছন থেকে একটি লরি বাইকটিতে ধাক্কা মারে। ফলে বাইক থেকে ছিটকে পড়ে যায় আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে লরির তলায় যান আশাবুল। তাঁর পা ও কোমরের অংশ লরির চাকায় পিষ্ট হয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। যদিও সেখানে ডাক্তাররা আশাবুলকে মৃত বলে ঘোষণা করেন।















































































































































