Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) বড় দায়িত্ব পেলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার ঝুলন গোস্বামী।ঐতিহ্যশালী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বড় দায়িত্ব পেলেন বাংলার পেসার। এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন।

২) বড় খবর বাংলার মানুষের জন‍্য। আসন্ন আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর একটি সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনটাই খবর বিসিসিআইয়ের সূত্রের।

৩) আর রাস্তায় নেমে প্রতিবাদ নয়, এমনটাই সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত কুস্তিগিররা। আন্দোলনরত কুস্তিগিরদের তরফ থেকে জানান হয়েছে আর তাঁরা রাস্তায় বসবেন না। এবার থেকে কোর্টেই লড়বেন।

৪) আজ সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। ইতিমধ্যেই পাকিস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে কুয়েতের বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হবে বলে মনে করছেন ইগর স্টিম্যাচ।

৫) রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির। এক সাক্ষাৎকারে লিও বলেন,” না এখন কোন গুরুত্ব নেই। আগেও বলেছি, কেরিয়ারের এই পর্যায়ে এসে, আমি এসব নিয়ে নজর দিই না।

আরও পড়ুন:বড় দায়িত্বে বাংলার ঝুলন, এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি